গাজীপুরে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত প্রায় দুইশ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাণিক্য মাধবের রথমেলা চলছে।
গত ২৭ জুন শুক্রবার সকালে রথখোলায় রথটানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা ও মেলাটি শুরু শুরু হয়।
আগামী ৫ জুলাই রোজ শনিবার উল্টো রথ-যাত্রায় মাণিক্যমাধব তার নিজ বাড়ি ফেরার মধ্যেদিয়ে শেষ হবে এ রথ-যাত্রা ও মেলা।
প্রতি বছর একবারই গাজীপুরের রাজবাড়িতে অনুষ্ঠিত হয় এই মেলাটি। গাজীপুরের ছোট বড় প্রায় সকলেই মেলাটি উপভোগ করেন। মেলায় পাওয়া যায় নানান রকমের প্রসাধনি সামগ্রী ও বাচ্চাদের খেলনা এবং বিনোদনের জন্য থাকে নানান ধরনের খেলাধুলা সামগ্রি।
মেলাটিতে যারা যেতে চান তাদের জন্য সহজ ঠিকানা, গাজীপুর ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠের পশ্চিম পাশেই এর অবস্থান এবং জয়দেবপুর রেলওয়ে স্টেশন হতে ২/৩ মিনিটের রাস্তা।
0 মন্তব্যসমূহ