সোহাদিয়া গণ কবরস্থান, বরমী শ্রীপুর, গাজীপুর (Shohadia Graveyard)

প্রিয় গাজীপুর অর্কাইভঃ সোহাদিয়া গণ কবরস্থান। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অন্যতম একটি কবরস্থান। এটি বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামে বরমী-মাওনা সড়কের পাশে অবস্থিত একটি মুসলিমদের সমাধিস্থল। কবরস্থানটি ঐতিহাসিক না হলেও অনেক পুরাতন কবরস্থান।

কবরস্থানের ফটক থেকে ছবি

আরোও একটি ছবি

বর্ণনা: 
এখানে শ খানেকের চেয়ে বেশী কবর দেয়ার মতো যায়গা রয়েছে। 

সুবিধা: 
এই কবরস্থাসের পাশেই জানাজা পড়ানোর মতো একটি প্রশস্ত মাঠ রয়েছে যেখানে জানাজা পড়ার মতো যথেষ্ট যায়গা পাওয়া যায়। এখানে সাধারণত গরীব ও দু:খী মানুষের কবর  দাফন করা হয়। 

দাফনের সংখ্যা:
এখানে এ পর্যন্ত কতটি লাশ দাফন করা হয়েছে তার কোন হিসাব নেই তবে প্রতি মাসে গড়ে আনমানিক ২ থেকে ৩ টি লাশ দাফন করা হয়। 

বিধি-বিধান: 
এই কবরস্থানের নিজ্বস্ব গার্ড ব্যবস্থা নেই। নিজেদের দায়ীত্বেই এখানে দাফন সম্পন্ন করতে হয়।

সরকারি বরাদ্দ: 
২০১৮-১৯ অর্থবছরে গাজীপুর জেলা পরিষদ থেকে এখানে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) বরাদ্দ দেয়া হয়।

গাজীপুরের যেকোন স্থান থেকে আমাদের ব্লগে তথ্য ও ছবি দিয়ে আমাদের প্রিয় গাজীপুর ব্লগ সমৃদ্ধ করতে সহযোগীতা করুন। 
আমাদের ইমেইল: priyogazipur@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ